ইদলিবে সিরিয়ার সরকারি বাহিনীর হামলায় দুই তুর্কি সৈন্য নিহত হয়েছে। তুরস্ক ও রাশিয়ার সম্মতিতে অস্ত্রবিরতি কার্যকর হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে এ ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একথা জানায়। খবর এএফপি’র।
মন্ত্রণালয় জানায়, উত্তরপশ্চিমাঞ্চলীয় এ প্রদেশে ওই হামলায় আরও তিন সৈন্য আহত হয়েছেন। তারা আরও জানায়, তুর্কি বাহিনী ‘তাৎক্ষণিকভাবে’ সিরিয়ার সরকারি বাহিনীর অবস্থানে পাল্টা হামলা চালায়।
বিডি প্রতিদিন/এনায়েত করিম