২৬ মার্চ, ২০২০ ২২:১৩

'সৌদি আগ্রাসন বন্ধ না হলে স্থায়ী শান্তি আসবে না'

অনলাইন ডেস্ক

'সৌদি আগ্রাসন বন্ধ না হলে স্থায়ী শান্তি আসবে না'

ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন বলেছে, সৌদি আরবের বর্বর আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত ইয়েমেনে স্থায়ী শান্তি আসবে না।

সংগঠনটি বলছে, ইয়েমেন সংকট সমাধানের ব্যাপারে যেকোনো রাজনৈতিক উদ্যোগ শুরু করতে গেলে প্রথমেই সৌদি আরবের আগ্রাসন বন্ধ করতে হবে। পাশাপাশি ইয়েমেনের ওপর থেকে সৌদি আরবের চাপিয়ে দেয়া অবরোধ প্রত্যাহার করে নিতে হবে। আনসারুল্লাহ আন্দোলন বলেছে, এগুলো ছাড়া কোনভাবেই শান্তি উদ্যোগ সফল হতে পারে না এবং তা বাস্তবসম্মতও হবে না।

২০১৫ সালের ২৬ মার্চ থেকে সৌদি আরব ও তার কয়েকটি আরবমিত্র দেশ দারিদ্র্যপীড়িত ইয়েমেনের ওপর সামরিক আগ্রাসন শুরু করে। হুথি আনসারুল্লাহ আন্দোলন বলে আসছে, এই আগ্রাসন হচ্ছে আমেরিকার সামরিক অভিযান এবং  ওয়াশিংটনের হয়ে সৌদি আরব তা বাস্তবায়ন করে দিচ্ছে।

এদিকে, গতকাল (বুধবার) জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস এবং ইয়েমেন বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মার্টিন গ্রিফিথ বলেছেন, রাজনৈতিক সমাধানই হচ্ছে ইয়েমেন সংকট নিরসনের একমাত্র পথ যার মাধ্যমে শান্তি এবং স্থায়ী সমাধান আসতে পারে।

বিডি প্রতিদিন/আরাফাত

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর