৫ এপ্রিল, ২০২০ ০৪:১৬

দুবাইয়ে দুই সপ্তাহ ঘরে থাকার নির্দেশ

অনলাইন ডেস্ক

দুবাইয়ে দুই সপ্তাহ ঘরে থাকার নির্দেশ

সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী দুই সপ্তাহব্যাপী জীবাণুনাশক স্প্রে করা হবে। এ সময় সবাইকে নিজ নিজ ঘরে থাকার নির্দেশ দেয়া হয়েছে। শনিবার দুবাই প্রশাসনের পক্ষ থেকে স্থানীয় গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

জানা যায়, সংযুক্ত আরব আমিরাতে জীবাণুনাশক স্প্রে কর্মসূচি আগামী ৫ এপ্রিল পর্যন্ত চলবে। এ সময় দেশের বাসিন্দাদের নিজ নিজ বাসায় অবস্থান করার নির্দেশ দেয় দেশটির সরকার। এ সময় দেশের বাসিন্দারা শুধু খাদ্য আর মেডিসিনের প্রয়োজন ছাড়া বাইরে বের হতে পারবে না। টেলিযোগাযোগ, পাবলিক মিডিয়া, হাসপাতাল কর্তৃপক্ষ, বিমানবন্দরের কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে যাওয়ার অনুমতি রয়েছে। নির্দেশনা অমান্য করে নির্ধারিত সেক্টরের লোক ছাড়া বাইরে চলাফেরা করলে বড় অঙ্কের জরিমানাসহ জেল হতে পারে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সংযুক্ত আরব আমিরাতে নতুন করে আরও ২৪১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫০৫ জনে। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে। 

বিডি প্রতিদিন/এ মজুমদার

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর