শিরোনাম
৬ এপ্রিল, ২০২০ ০৫:৩৫

মধ্যরাতে আসামে ভূমিকম্প, ছড়াল আতঙ্ক

অনলাইন ডেস্ক

মধ্যরাতে আসামে ভূমিকম্প, ছড়াল আতঙ্ক

প্রতীকী ছবি

আতঙ্ক জাগিয়ে রবিবার রাতে ভূমিকম্পে কেঁপে উঠেছে ভারতের আসাম রাজ্য। এদিন ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। 

গুয়াহাটিসহ রাজ্যের বিভিন্ন স্থানে কম্পনের প্রভাব অনুভূত হয়। এ ঘটনায় হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

ভারতের ‘ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি’ জানিয়েছে, আসামের তেজপুর ভূমিকম্পের কেন্দ্রবিন্দু ছিল। ভূপৃষ্টের ৩৮ কিলোমিটার গভীরে কম্পন সৃষ্টি হয়। 

গত ফেব্রুয়ারিতে মেঘালয়, আসাম এবং উত্তরপূর্বের রাজ্যগুলোতে ভূমিকম্প সৃষ্টি হয়েছিল। সেবার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫। তার রেশ কাটার আগে ফের উত্তরপূর্বে ভূমিকম্পের ঘটনা ঘটল।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর