৬ এপ্রিল, ২০২০ ১৩:১৫

লকডাউন: মদ না পেয়ে রঙ-বার্নিশ পান, প্রাণ গেল ৩ জনের

অনলাইন ডেস্ক

লকডাউন: মদ না পেয়ে রঙ-বার্নিশ পান, প্রাণ গেল ৩ জনের

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। এর প্রকোপ পড়েছে ভারতেও। এই ভাইরাসের প্রাদুর্ভাব থেকে বাঁচতে গত ২৫ মার্চ থেকে দেশটিতে চলছে ২১ দিনের লকডাউন।

লকডাউনে খাবার ও ‍ওষুধসহ জরুরি পণ্য ছাড়া সব কিছুর প্রতিষ্ঠান বন্ধ। স্বাভাবিকভাবে মদের দোকানও বন্ধ। কিন্তু মাতালের কি আর সেই জ্ঞান আছে?

লকডাউন চলাকালে কোথাও মদ না পেয়ে নেশার ঘোরে রঙ ও বার্নিশ পান করে ভারতে তিনজনের মৃত্যু হয়েছে। দেশটির তামিলনাড়ু রাজ্যের চেঙ্গেলপাট্টু শহরে রবিবার এই ঘটনা ঘটে। খবর ইন্ডিয়া টুডের।

এক প্রতিবেদনে জানায়, লকডাউনে মদ না পেয়ে নেশার ঘোরে রঙ ও বার্নিশ খেয়ে ফেলেন ওই তিন ব্যক্তি। এতে তারা বমি করা শুরু করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তাদের মৃত্যু হয়।

বিডি প্রতিদিন/কালাম

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর