পৃথিবীর সেরা দশটি সবুজ শহরের তালিকায় প্রথম স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। তার পরেই অবস্থান করছে জার্মানির মিউনিক শহর।
কানাডিয়ান-আমেরিকান সংস্থা রেসোন্যান্স এই তালিকা প্রকাশ করে। এই সংস্থা পৃথিবীর একশ’টি শহরের উপর বিভিন্ন বিষয় পর্যালোচনা করে পৃথিবীর সেরা সবুজ শহর নির্বাচন করেন।
মূলত শহরের মধ্যে সবুজ বনায়নের পরিধি, নবায়নযোগ্য জ্বালানি, বাতাসে দূষণের পরিমাণ, গণপরিবহন ব্যবস্থা, পথচারীবান্ধব রাস্তা ইত্যাদির উপর ভিত্তি করে সবুজ শহরের তালিকা ঘোষণা করা হয়।
এ বছর প্রথম স্থান দখল করে নিয়েছে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। দ্বিতীয় স্থানে আছে জার্মানির মিউনিখ, তৃতীয় হয়েছে জার্মানির আরেক শহর নার্লিন।
ভিয়েনার গণপরিবহন ইউরোপের জন্য একটি মানদণ্ড হিসেবে পরিচিত এবং শহরটির প্রায় অর্ধেক জনসংখ্যা বাৎসরিক গণপরিবহন টিকেট ব্যবহার করে থাকেন বলে জানায় রেসোন্যান্স।
এদিকে ভিয়েনার মেয়র মাইকেল লূডভিক জানান, ভিয়েনা শহরের পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার সকলের জন্য উন্মূক্ত, যা সেখানকার জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করে।
তিনি আরও বলেন, জলবায় পরিবর্তনের এই সময় উন্মূক্ত পার্ক এবং সবুজ বনায়ন ভিয়েনার জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। গত কয়েক বছর পৃথিবীর বাসযোগ্য শহরের তালিকায় অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা শীর্ষ স্থান দখল করে আছে।
এর মধ্যেই ভিয়েনা জায়গা করে নিল পৃথিবীর সেরা সবুজ শহরের তালিকায় । এই অর্জনে ভিয়েনায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও অনেক আনন্দিত এবং উচ্ছ্বসিত। করোনার সংকট কাটিয়ে উঠার পর ভিয়েনার জনগণের জন্য একটি বিশেষ প্রাপ্তি বলে জানিয়েছেন অনেকেই।
বিডি প্রতিদিন/কালাম