আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা জানিয়েছেন, করোনাভাইরাস মহামারির ধাক্কায় বৈশ্বিক অর্থনীতির ক্ষতি পুনরুদ্ধারে পূর্বানুমানের চেয়েও অনেক বেশি সময় লাগতে পারে। গতকাল সোমবার (১৮ মে) এক সাক্ষাৎকারে এ আশঙ্কার কথা জানান তিনি।
ক্রিস্টালিনা বলেন, করোনা মহামারির কারণে ২০২০ সালে বৈশ্বিক জিডিপি সংকোচনের হার তিন শতাংশ পূর্বাভাস পুনর্বিবেচনা করছে আইএমএফ। সেক্ষেত্রে পূর্বাভাস সংশোধিত হলে ২০২১ সালে আংশিক অর্থনৈতিক পুনরুদ্ধারের হার ৫ দশমিক ৮ শতাংশ হওয়ার ধারণাও পরিবর্তিত হবে।
তিনি আরও বলেন, সারা বিশ্ব থেকে পাওয়া তথ্য পূর্বানুমানের চেয়েও বাজে পূর্বাভাস দিচ্ছে। ফলে অবশ্যই এই সংকট থেকে পুনরুদ্ধারে আরও বেশি সময় লেগে যাবে। আইএমএফ অর্থনৈতিক পুনরুদ্ধারের সময়কালে ঋণের উচ্চমাত্রা, বর্ধিত ঘাটতি, বেকারত্ব, দেউলিয়াত্ব, দারিদ্র্য বৃদ্ধি এবং বৈষম্যের মতো ঝুঁকিপূর্ণ বিষয়গুলোর ওপর নজর রাখছে।
উল্লেখ্য, আগামী জুনে বৈশ্বিক অর্থনীতির নতুন পূর্বাভাস প্রকাশ করবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল।
বিডি-প্রতিদিন/সিফাত আব্দুল্লাহ