এমনিতেই করোনাভাইরাস ইস্যুতে চাপে আছে চীন। এর মধ্যে চীনের হটকারিকতার নিয়ে মুখ খুললেন একজন ব্রিটিশ গভর্নর। বলা হচ্ছে, হংকংয়ের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে চীন। তাই পশ্চিমাদের ‘একটি বেহাল সোনার পাত্রের জন্য’ (সোনার পাথর বাটি) বেইজিংকে আমলে নেয়া ( কাউন্টিং) বন্ধ করা উচিত। হংকংয়ে প্রাক্তন ব্রিটিশ উপনিবেশের সর্বশেষ গভর্নর ক্রিস প্যাটেন এ মন্তব্য করেছেন। খবর রয়টার্স এর।
’চীনের মাধ্যমে হংকংয়ের জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে’- দ্য টাইমস পত্রিকার এই উদ্ধৃতি দিয়ে ক্রিস প্যাটেন বলেছেন, হংকংয়ের পক্ষে দাঁড়ানোর জন্য ব্রিটেনের ‘নৈতিক, অর্থনৈতিক ও আইনী’ কর্তব্য রয়েছে। প্যাটেন বলেন, আমরা যা দেখছি তা একটি নতুন চীনা স্বৈরশাসন। তিনি বলেন, আমাদের বোকা বানানো বন্ধ করে দেওয়া উচিত।পরিশেষে আমাদের জন্য 'এই দুর্দান্ত সোনার পাত্রটি’ (সোনার পাথর বাটি) অপেক্ষা করছে, যা সবসময় একটি বিভ্রম ছিল।
বিডি-প্রতিদিন/শফিক