গত ১৫ জুন পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাদের সঙ্গে সংঘর্ষের ঘটনায় অন্তত ২০ জন ভারতীয় সেনা নিহত হয়। এই নিয়ে দুই দেশের মধ্যে চলছে তীব্র উত্তেজনা।
এদিকে, নিহত ভারতীয় সেনাদের মরদেহ ফিরিয়ে আনা হয়েছে- এমন দাবি করে বিমানের ভেতর সারি সারি কফিনের একটি দৃশ্য ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা সঠিক নয়। এই ছবিটি গত ২০২৯ সালের ফেব্রুয়ারি থেকেই ইন্টারনেটে পাওয়া যাচ্ছে। এই ছবিটি গত বছরের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসী হামলায় নিহত ভারতীয় সেনাদের বলে জানিয়েছে ইন্ডিয়া টুডে’র এন্টি ফেইক নিউজ ওয়ার রুম।
বিডি প্রতিদিন/কালাম