যুক্তরাজ্যে বুধবার স্থানীয় সময় সাড়ে ৬টার দিকে কমপক্ষে ৬টি নৌকাযোগে ৮২ জন যাত্রী ফ্রান্স থেকে বৃটেনে প্রবেশের চেষ্টা চালায়। ইংল্যান্ডের কেন্ট উপকূলে সীমান্ত দিয়ে প্রবেশকালে উপকূলে থাকা ইমিগ্রেশন কর্মকর্তারা তাদেরকে আটক করে।
ফ্রান্স থেকে আসা এই ছয়টি ছোট নৌকায় আরোহীদের মধ্যে ছিলো ইরানী, সোমালিয়ান, ইয়েমেনী, কুয়েতী, আফগান, মিশরীয়, ভারতীয় এবং ইরাকি নাগরিক। এছাড়াও আলাদা একটি নৌকাতে টোগো এবং নাইজেরিয়ান নাগরিকদের আটক করা হয়। এদের মধ্যে ৩ জন মহিলাও ছিলেন। তবে কতজন শিশু ছিলো তা হোম অফিস প্রকাশ করতে চায়নি।
ব্রিটেন এবং ফ্রান্সের সীমান্ত কর্মকর্তা জানিয়েছে যে, কয়েক মাস যাবত এশিয়া ও আফ্রিকা থেকে আসা অভিবাসীগণ বার বার অবৈধভাবে ব্রিটেনে ভ্রমনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। উভয় দেশ ছোট নৌকায় চ্যানেল পেরিয়ে আসা অভিবাসীদের থামানোর চেষ্টা অব্যাহত রেখেছে।
গত বছর পৃথক ঘটনায় দুই অভিবাসী ডুবে যাওয়ার ফলে ব্রিটিশ সরকার বারবার তাদের ছোট নৌকা দিয়ে বিপদজ্জনক পারাপারের চেষ্টা না করার জন্য সতর্ক করে দিয়েছে। দুই দেশের মধ্যে নজরদারী থাকা সত্ত্বেও ক্রসিয়ের চেষ্টা করার সংখ্যাটি ক্রমবর্ধমান অব্যাহত রয়েছে। প্রায় প্রতিদিন ডজন খানেক অভিবাসী সীমান্তরক্ষির কাছে আটকা পড়েন। বৃটেনের সরকার এভাবে অবৈধভাবে অভিবাসীর বৃটেনে প্রবেশেকালে বাধা দেয়ার দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।
সূত্র: বিবিসি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ