২ জুলাই, ২০২০ ০৯:২৯

অবশেষে মাস্ক পরতে রাজি হলেন ট্রাম্প

অনলাইন ডেস্ক

অবশেষে মাস্ক পরতে রাজি হলেন ট্রাম্প

করোনাভাইরাস সংক্রমণ ও মৃত্যুতে শীর্ষে থাকলেও কখনই মাস্ক পরার ওপর নাগরিকদের ওপর কড়াকড়ি করতে চাননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নিজেও জনসম্মুখে মাস্ক পরতে অনীহা প্রকাশ করেছেন। ট্রাম্পের ধারণা করোনা সংক্রমণ কমাতে মাস্ক পরা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই।

বিশ্বের অন্য রাষ্ট্রপ্রধানদের মতো, জনসম্মুখে ট্রাম্পকে মাস্ক পরা অবস্থায় দেখাও যায়নি খুব একটা। তবে এবার সুর বদলেছেন ট্রাম্প। ফক্স নিউজকে ট্রাম্পে জানিয়েছেন, তিনি মাস্ক পরতে পারেন। জনকোলাহলপূর্ণ স্থানে থাকলে তিনি মাস্ক পরবেন। মাস্ক পরলে তাকে লন রেঞ্জারের (কাল্পনিক চরিত্র) মতো দেখা যাবে বলেও মন্তব্য করেছেন তিনি।

দৃষ্টান্তস্বরূপ ট্রাম্পকে মাস্ক পরতে বলেছিলেন তার দল রিপাবলিকান পার্টির এক জ্যৈষ্ঠ নেতা। এর একদিন পর এমন ঘোষণা দিলেন ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন, তিনি এখনো বিশ্বাস করেন করোনাভাইরাসের বিলুপ্তি ঘটবে।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর