১০ জুলাই, ২০২০ ০৯:৪৪

প্রেসিডেন্ট হলে ট্রাম্পের সব সিদ্ধান্ত প্রথম দিনই বাতিল করবেন বাইডেন

অনলাইন ডেস্ক

প্রেসিডেন্ট হলে ট্রাম্পের সব সিদ্ধান্ত প্রথম দিনই বাতিল করবেন বাইডেন

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রার্থী জো বাইডেন বলেছেন, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সব সিদ্ধান্ত প্রথম দিনই বাতিল করবেন।

এক টুইটে বাইডেন বলেছেন, বিশ্ব স্বাস্থ্য সুরক্ষা জোরদারে যুক্তরাষ্ট্র নিয়োজিত থাকলে আমেরিকার নাগরিকরা নিরাপদ থাকবেন। প্রেসিডেন্ট হিসেবে আমার প্রথম দিনেই আমি আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেব এবং বিশ্বমঞ্চে আমাদের নেতৃত্ব পুনঃপ্রতিষ্ঠিত করব।

করোনা সংকটে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চীনের পুতুলে পরিণত হয়েছে এমন অভিযোগ এনে মে মাসেই এ সংস্থার সঙ্গে সম্পর্কোচ্ছেদের ঘোষণা দেন ট্রাম্প। তবে এ প্রক্রিয়া সম্পন্ন হতে এক বছর সময় লাগতে পারে। 


বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর