৪ আগস্ট, ২০২০ ২২:০৯

দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা, ভিয়েতনাম-যুক্তরাষ্ট্রের চুক্তি

অনলাইন ডেস্ক

দক্ষিণ চীনা সাগরে উত্তেজনা, ভিয়েতনাম-যুক্তরাষ্ট্রের চুক্তি

ক্রমশই উত্তপ্ত হয়ে উঠছে দক্ষিণ চীনা সাগর। বিতর্কিত এই অঞ্চল নিয়ে তীব্র বিরোধপূর্ণ অবস্থানে রয়েছে ভিয়েতনাম ও চীন। এ বিরোধে ভিয়েতনামকে সমর্থন দিতে সম্প্রতি একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

সাগরে ভিয়েতনামের জেলেদের মাছ ধরার অধিকার প্রতিষ্ঠা ও দেশটির আইন প্রয়োগের ক্ষমতা জোরদার করার লক্ষ্যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে।

চুক্তিতে স্বাক্ষর করেন ভিয়েতনামে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যানিয়েল জে ক্রিটেনব্রিংক ও ভিয়েতনামের মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ত্রান দিন লুয়ান। চুক্তিতে তৃতীয় কোন পক্ষের কথা উল্লেখ করা হয়নি। 

ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মার্কিন রাষ্ট্রদূত ক্রিটেনব্রিংক বলেন, সাগরে মৎস্য ব্যবস্থাপনা ও আইন প্রয়োগের ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রচুর অভিজ্ঞতা রয়েছে। সেই অভিজ্ঞতা ভিয়েতনামের সঙ্গে ভাগাভাগি করে নিতে আমরা আনন্দিত।


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর