এক জর্জিয়ান নাগরিকের হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন রুশ কূটনীতিককে বরখাস্ত করেছে স্লোভাকিয়া সরকার। তাদের আগামী ১৩ আগস্টের মধ্যে দেশ ছাড়ার আদেশ দেওয়া হয়েছে। এসব কূটনীতিকদের বিরুদ্ধে অভিযোগ তারা স্লোভাক ভিসার অপব্যবহার করেছেন।
স্থানীয় অনুসন্ধানধর্মী নিউজ পোর্টাল বেলিংক্যাট ডটকমের এক প্রতিবেদনে দাবি করা হয়, বরখাস্ত কূটনীতিকদের একজন কাংগোশভিলিকে হত্যার পরিকল্পনা করেছিলেন এবং তিনি স্লোভাকিয়ার ভিসা নিয়ে ইইউতে ভ্রমণে এসেছিলেন।
এদিকে, জার্মানি অভিযোগ করে আসছে, রাশিয়ার নির্দেশেই সাবেক চেকেন বিদ্রোহী নেতা লেনিমখান কাংগোশভিলিকে হত্যা করা হয়েছিল। গত বছরের আগস্টে বার্লিনের ক্লেইনের টিয়েরগার্টেন পার্কে দিবালোকে হত্যা করা হয় স্বাধীনতাকামী ৪০ বছর বয়সী ওই নেতাকে।
তিন রুশ কূটনীতিককে বরখাস্ত করা নিয়ে স্লোভাকিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে- ‘স্লোভাক গোয়েন্দা সংস্থার তথ্য মতে, তাদের কার্যকলাপ কূটনীতিক সম্পর্কিত ভিয়েনা চুক্তির সঙ্গে সাংঘর্ষিক ছিল।’
বিডি প্রতিদিন/এজে