আবারও শক্তিশালী ভূমিকম্পে কাঁপলো ইন্দোনেশিয়া। রিখটার স্কেলের এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৯। শুক্রবার দেশের পূর্বাঞ্চলে গভীর সমুদ্রের তলদেশে সংঘটিত এই ভূমিকম্পে কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এর আগে, গত বুধবারও একই মাত্রার ভূমিকম্পে কেঁপেছিল ইন্দোনেশিয়া।
মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপের তথ্য অনুযায়ী বান্দা সাগরের তলদেশের ৩৮৯ মাইল গভীরে ছিল ভূমিকম্পের কেন্দ্র। গভীরতা বেশি হওয়ায় ভূপৃষ্ঠে ক্ষয়ক্ষতি কম হয়েছে বলে উল্লেখ করেছে তারা।
ইন্দোনেশিয়ার আবহাওয়া, জলবায়ুবিদ্যা ও ভূপ্রকৌশল সংস্থা কোনও ধরনের সুনামি সতর্কতা জারি করেনি, ‘এখন পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর আমাদের কাছে আসেনি।’
বিডি প্রতিদিন/ ওয়াসিফ