চীনের সঙ্গে ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হচ্ছে সীমান্তে। এর মধ্যে সম্প্রতি লাদাখ পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল বিপিন রাওয়াত। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
তিনি বলেন, লাদাখ পরিস্থিতি উত্তপ্ত। কিন্তু সেই পরিস্থিতির সুযোগ যেন পাকিস্তান নেওয়ার চেষ্টা না করে। তাহলে চরম জবাব দিতে প্রস্তুত ভারত। পাকিস্তান সেই চেষ্টা করলে চরম দুর্ভোগ কপালে রয়েছে ইসলামাবাদের। কারণ সীমান্তে অতন্দ্র প্রহরায় রয়েছে ভারতীয় সেনা। পাকিস্তানের যে কোনও সামরিক পদক্ষেপের জবাব কীভাবে দিতে হয়, তা ভারত ভাল করেই জানে। তাই সেই ভুল যেন ইসলামাবাদ না করে।
বিপিন রাওয়াতের সতর্কতা ভারতের উত্তর প্রান্তে গোলমাল পাকানোর চেষ্টা করে চলেছে চীন। সেই সুযোগে পশ্চিম সীমান্তে অস্থিরতা তৈরি করতে পারে পাকিস্তান। তবে দু’জনকেই মুখের ওপর জবাব দেবে। সেই ক্ষমতা ভারতের রয়েছে।
এদিন সেনাপ্রধান নারাভানে লাদাখ পরিদর্শন করে সেখানকার উত্তপ্ত পরিস্থিতির কথা জানান। তিনি বলেন, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় পরিস্থিতি বর্তমানে ‘সামান্য উত্তপ্ত’। তবে জওয়ানরা যেকোনও চ্যালেঞ্জের মুখোমুখি হতে প্রস্তুত বলেও নান আর্মি চিফ।
বিডি-প্রতিদিন/শফিক