১৮ সেপ্টেম্বর, ২০২০ ২২:৪৩

আরও ৫ দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনায় ইসরায়েল

অনলাইন ডেস্ক

আরও ৫ দেশের সঙ্গে সম্পর্ক স্থাপনের পরিকল্পনায় ইসরায়েল

ফাইল ছবি

সংযুক্ত আরব আমিরাত এবং বাহরাইনের পর এবার আরো পাঁচটি দেশ ইসরায়েলের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক স্থাপনের পরিকল্পনা করছে বলে ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে। টাইমস অব ইসরায়েল এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসের চিফ অব স্টাফ মার্ক মিডোস বিষয়টি নিশ্চিত করেছেন।

নির্বাচনী প্রচারে এয়ার ফোর্স ওয়ানে করে উইনকিনসনে যাচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় তাঁর সরকারি ওই বাহনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্ক মিডোস জানান, এসব দেশ ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করার কথা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে।

তবে এই পাঁচটি দেশ সম্পর্কে কিছু না জানালেও তিনি এটা নিশ্চিত করেছেন যে এর মধ্যে তিনটি দেশই আরব অঞ্চলের। এরপর এ নিয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি। ট্রাম্প প্রশাসনের মধ্যস্থতায় চলতি সপ্তাহে হোয়াইট হাউসে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে আমিরাত এবং বাহরাইন।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর