বৈরুত বিস্ফোরণের ঘটনায় এখনও ৯ জন নিখোঁজ রয়েছে বলে লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।
শনিবার দেশটির সেনাবাহিনী এক বার্তায় জানিয়েছে, যে ৯ জনের এখন পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি তাদের মধ্যে ২ জন সিরিয়ার নাগরিক। তবে তাদের খোঁজার কাজ বন্ধ থাকবে না বলেও জানানো হয়েছে, ‘যতোদিন না বৈরুত বিস্ফোরণের ঘটনার বিষয়টি সরকার কর্তৃক বন্ধ ঘোষণা করা হবে, ততোদিন যারা এখনও নিখোঁজ তাদের খোঁজার কাজ চালিয়ে যাওয়া হবে।’
আগস্টের ৪ তারিখ লেবাননের রাজধানী বৈরুতে বন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে ১৯২ জন। আহত হয়েছে ৬ হাজারের বেশি মানুষ।
সূত্র: আনাদোলু এজেন্সি
বিডি প্রতিদিন/ ওয়াসিফ