পাকিস্তানি সেনাবাহিনীর ভাবমূর্তি দেশবাসীর সামনে নষ্ট করছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। গতকাল শনিবার (১৭ অক্টোবর) এই অভিযোগ করলেন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খান।
এর আগে গত শুক্রবার (১৬ অক্টোবর) গুর্জনওয়ালায় সরকার বিরোধী পিএমএল-এর মিছিলে লন্ডন থেকে ভিডিও বার্তায় নওয়াজ শরিফ অভিযোগ করেছিলেন, পাকিস্তানের সেনাবাহিনী কারসাজি করে ইমরানের পুতুল সরকারকে ক্ষমতায় বসিয়েছে।
তার প্রতিক্রিয়ায় শনিবার ইমরান বলেন, যেখানে পাকিস্তানি সেনারা শত্রুদের গুলিতে, জঙ্গিদের সঙ্গে লড়াইয়ে মারা যাচ্ছেন, সেখানে এভাবে সেনাবাহিনীর সম্পর্কে মন্তব্য করে সেনাবাহিনীর ছবি জনগণের সামনে কালিমালিপ্ত করছেন নওয়াজ।
প্রসঙ্গত, বিরোধীদর সঙ্গে হওয়া সাম্প্রতিক বৈঠক পাকিস্তানি সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া এবং আইএসআই প্রধান লেফটেন্যান্ট জেনারেল ফৈয়জ হামিদ স্পষ্ট জানান, রাজনীতিতে যেন সামরিক বাহিনীকে না জড়ানো হয়।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ