আফগান নিরাপত্তা বাহিনীর হাতে আল-কায়েদার জ্যেষ্ঠ নেতা মুহসিন আল-মাসরি নিহত হয়েছেন। আফগানিস্তানের গোয়েন্দা বাহিনী এ তথ্য জানিয়েছে।
মুহসিন আল-মাসরির নাম যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) মোস্ট ওয়ান্টেড তালিকায় ছিল।
আল-মাসরি মিশরীয় নাগরিক। ধারণা করা হয় তিনি আল-কায়েদার সেকেন্ড-ইন-কমান্ড ছিলেন। শনিবার টুইটারে আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট অব সিকিউরিটি (এনডিএস) জানিয়েছে, গজনী প্রদেশে বিশেষ অভিযানে আল-মাসরি নিহত হন।
সূত্র: আল জাজিরা
বিডি প্রতিদিন/ফারজানা