২৫ অক্টোবর, ২০২০ ২১:০৮

ফের করোনার হানা স্পেনে, জরুরি অবস্থা জারি

অনলাইন ডেস্ক

ফের করোনার হানা স্পেনে, জরুরি অবস্থা জারি

মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকে পেদ্রো সানচেজ

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় স্পেনের সরকার আগামী ৬ মাসের জন্য জরুরী অবস্থা ঘোষণা করেছে। আগামী ২০২১ সালের মে পর্যন্ত এই লকডাউনের সিদ্ধান্ত জানিয়েছে দেশটির পেদ্রো সানচেজ সরকার। আজ রবিবার মন্ত্রিপরিষদের সঙ্গে বৈঠকের পর টেলিভিশনে দেওয়া ভাষণে এ ঘোষণা দিয়েছেন তিনি।

জানা গেছে, স্পেনে করোনার দ্বিতীয় দফা ঢেউ আঘাত হেনেছে। গত বুধবার প্রথম ইউরোপীয় দেশ হিসেবে করোনায় আক্রান্তের সংখ্যা ১০ লাখ অতিক্রম করেছে। এরপরই জরুরী অবস্থার আসলো দেশটির সরকারের পক্ষ থেকে।

স্প্যানিশ প্রধানমন্ত্রী জানান, জরুরি অবস্থার সঙ্গে কারফিউও জারি করা হয়েছে। তবে একমাত্র ক্যানারি আইল্যান্ডকে এই নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে। নতুন করে জারি করা এই জরুরি অবস্থা আগামী বছরের মে পর্যন্ত বলবৎ থাকবে। বর্তমানে দেশে পরিস্থিতি চরম পর্যায়ের দিকে যাচ্ছে। সূত্র : রয়টার্স।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর