শহরের রাস্তার ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে খেলতে বেড়ে ওঠা। পরবর্তীকালে মিশরের জাতীয় নারি দলের অধিনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন ফাইজা হায়দার। সেই ফাইজা এবার নজির গড়লেন। নিজের দেশেই এবার পেশাদার ক্লাবের প্রথম নারী কোচ হিসেবে নাম লেখালেন তিনি।
৩৬ বছর বয়সী এই সাবেক ফুটবলার কোনও মহিলা দলের নয়, পুরুষ দলের কোচ হয়েছেন। স্থানীয় সূত্রে খবর, মিশরের চতুর্থ ডিভিশনের ক্লাব আইডিয়াল গোল্ডির কোচ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
এক সাক্ষাৎকারে ফাইজা বলেছেন, শুরুতে হয়তো একটু অস্বস্তিতে ছিলাম। কিন্তু পরবর্তীকালে বুঝতে পারলাম যে তারা আমার কাছ থেকে সত্যি কিছু শিখতে চায়।
ফাইজা জানিয়েছেন, মিশরের নারী এবং পুরুষদের মধ্যে একমাত্র তিনি ইংল্যান্ডের প্রিমিয়ার লিগ স্বীকৃত প্রিমিয়ার স্কিলস কোচ এডুকেশনের মর্যাদা পেয়েছেন।
ফাইজার মা খোদরা আবদাল রাহমান মেয়ের এমন কীর্তিতে বলেন, আমি ওকে ফুটবল খেলতে যেতে নিষেধ করেছিলাম। কিন্তু ও আমার কথা শোনেনি। ও ফুটবল ভালবাসে। এখন ও পুরো দেশের গর্ব।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ