আমেরিকার ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী ক্রিস মিলার বলেছেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের এখনই উপযুক্ত সময়। পেন্টাগনের দায়িত্ব নেওয়ার পর এই প্রথম তিনি সরকারি কোনও বক্তব্য দিলেন।
তিনি বলেন, “আমরা কোনও যুদ্ধবাজ জাতি নই, লাগাতার যুদ্ধ করতে হবে সেটিও কোনও কথা নয় বরং প্রত্যেকটা যুদ্ধের অবসান হওয়া উচিত।”
ক্রিস মিলার আরো বলেন, “যুদ্ধ অবসানের জন্য কিছু আপোষরফার প্রয়োজন হয় এবং অংশীদারিত্বের প্রশ্ন রয়েছে। আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করেছি। এখন সময় হয়েছে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করার।”
এর আগে গত মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন যে, আফগানিস্তান থেকে সমস্ত সেনা ক্রিসমাসের মধ্যেই প্রত্যাহার করা হবে। তার এ বক্তব্যের পর মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট চিফস অফ স্টাফের চেয়ারম্যান মার্ক মিলি ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেন।
মিলি বলেন, আফগানিস্তান থেকে শর্তসাপেক্ষে সেনা প্রত্যাহার করা যেতে পারে তবে তার আগে কাবুল সরকার এবং তালেবানের মধ্যে শান্তি চুক্তি হওয়া জরুরি।
বিডি প্রতিদিন/কালাম