সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবেইর বলেছেন, ইয়েমেন যুদ্ধে আমাদের ভূমিকার কারণে জার্মানি অস্ত্র বিক্রি বন্ধ করে দিয়েছে, যা পুরোপুরি অযোক্তিক। এটি ভুল পদক্ষেপ, কারণ ‘ইয়েমেন যুদ্ধে অংশ নেয়া ন্যায়সঙ্গত। সেখানে অংশ নিতে আমরা বাধ্য হয়েছি’।
সৌদির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘জার্মানির কাছ থেকে অস্ত্র না নিয়ে আমার অন্য দেশ থেকেই অস্ত্র নিতে পারি। এখন কেউ যদি বলে সৌদির কাছে অস্ত্র বিক্রি করবে না, এতে তেমন কিছু আসে যায় না’। সৌদি বিশ্বের অন্যতম অস্ত্র আমদানিকারক মনে করিয়ে তিনি আরো বলেন, অস্ত্র বিক্রি না করার পদক্ষেপে রিয়াদ কৌশলগতভাবে জার্মানির ওপর চাপ সৃষ্টি করতে পারে।
ইয়েমেনে দীর্ঘ দিনের চলমান যুদ্ধে অভিযান চালিয়ে আসছে সৌদি নেতৃত্বাধীন জোট। জোটের বোমা হামলায় আজ পর্যন্ত বহু বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন লাখ লাখ ইয়েমেনি। যুদ্ধের কারণে স্মরণকালের সবেচেয়ে বড় দুর্ভিক্ষের কবলে ইয়েমেন।
ফলে ইয়েমেনে সৌদির অভিযান নিয়ে প্রশ্ন তুলে ২০১৮ অস্ত্র বিক্রি বন্ধ করে দেয় জার্মানির চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেলের জোট।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ