মার্কিন প্রেসিডেন্ট হিসেবে আগামী বছরের ২০ জানুয়ারি দায়িত্ব দেওয়ার কথা জো বাইডেনের। এদিনই বাইডেনের কাছে হোয়াইট হাউজ সম্পর্কিত সব টুইটার একাউন্টের নিয়ন্ত্রণ তুলে দেবে টুইটার।
টুইটারের একজন প্রতিনিধি জানিয়েছেন, এরই মধ্যে এই হস্তান্তর প্রক্রিয়ার সব প্রস্তুতি নিতে শুরু করেছে টুইটার। ২০১৭ সালে যেভাবে আমরা এই হস্তান্তর করেছিলাম এবারও সেভাবেই 'ন্যাশনাল আরকাইভস অ্যান্ড রেকর্ড অ্যাডমিনিস্ট্রেশন'-এর নির্দেশনা অনুসরণ করব।।
যুক্তরাষ্ট্রে গত ৩ নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রাথমিক ফলাফলে ডেমোক্রেট প্রার্থী বাইডেন দেশটির পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হন। তবে প্রথম থেকেই নানা কারচুপি ও জালিয়াতির অভিযোগ এনে অটল রয়েছেন রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও তার নির্বাচন প্রচারণা শিবির।
সূত্র: ইয়াহু নিউজ
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ