১ ডিসেম্বর, ২০২০ ১৬:৩৪

কলকাতার বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছি! (ভিডিও)

অনলাইন ডেস্ক

কলকাতার বিমানে ঝাঁকে ঝাঁকে মৌমাছি! (ভিডিও)

কলকাতায় নেতাজি সুভাসচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে হানা দিয়েছে ঝাঁকে ঝাঁকে মৌমাছি। ঝাঁকে ঝাঁকে মৌমাছির দলের আক্রমণে দিশেহারা অবস্থা হয়েছে বিমানবন্দরের কর্মীদের।

সোমবার ভারতের স্থানীয় সময় বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই তা মুহূর্তে ভাইরাল হয়ে যায়।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, ভিস্তারা এয়ারলাইন্সের একটি এয়ারবাস-৩২০ নিও বিমানের ককপিটের ঠিক পেছনের দিকে মৌমাছির দল বসেছিল। সেই সঙ্গে শত শত মৌমাছি গুনগুন করে উড়তে থাকে আকাশেও। একসঙ্গে এত মৌমাছির ঝাঁক দেখে সবাই চমকে ওঠেন। বিমানটি টেক অফ করার কথা ছিল বিকেল ৫টায়। কিন্তু সেটা শেষ পর্যন্ত সম্ভব হয়নি। বিমান ছাড়তে এক ঘণ্টা দেরি হয়। 

এ ঘটনায় মৌমাছি তাড়াতে দমকলবাহিনী ঘটনাস্থলে পৌঁছে উচ্চ ক্ষমতাসম্পন্ন পানির জেট দিয়ে এক নিমেষেই বিমান থেকে মৌমাছিগুলোকে নামিয়ে আনেন।

বিমানবন্দর কর্তৃপক্ষের জানায়, ওই বিমানবন্দরে বেশকিছু পুরনো হ্যাঙার রয়েছে। সেগুলোর ছাদে মৌমাছিদের বাসা বাঁধতে প্রায়শই দেখা গেছে।

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর