২ ডিসেম্বর, ২০২০ ০৮:০৪

নতুন টেলিস্কোপে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র

অনলাইন ডেস্ক

নতুন টেলিস্কোপে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র

নতুন রেডিও টেলিস্কোপে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র তৈরি হয়েছে। পশ্চিম অস্ট্রেলিয়ার মরুভূমিতে এই রেডিও টেলিস্কোপ বসিয়ে লাখ লাখ নতুন ছায়াপথের মানচিত্র তৈরি করার দাবি করেছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা। অস্ট্রেলিয়ার জাতীয় বিজ্ঞান সংস্থা কমনওয়েলথ সায়েন্টিফিক এন্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ অর্গানাইজেশন- সিএসআইআরও এমন খবর দিয়েছে। খবর সিএনএন'র।

অস্ট্রেলিয়ান স্কয়ার কিলোমিটার অ্যারেই পাথফাইন্ডার- এএসকেএপি খেতাব পাওয়া এই রেডিও টেলিস্কোপ মাত্র ৩শ’ ঘণ্টায় প্রায় ৩০ লাখ ছায়াপথের মানচিত্র করতে সক্ষম হয়েছে। একে অভাবনীয় সাফল্য বলছে, অস্ট্রেলীয় বিজ্ঞানীরা। এবারের ছবি দ্বিগুণ পরিষ্কার এসেছে বলেও দাবি করেন দেশটির বিজ্ঞানীরা। 

মহাকাশের মানচিত্র তৈরিতে এই টেলিস্কোপের মাত্র ৯০৩টি ছবি জোড়া দিতে হয়েছে, অপরদিকে অন্যান্য সব আকাশ জরিপের ক্ষেত্রে প্রায় লাখ খানেক ছবির প্রয়োজন হয়। এসব সক্ষমতাই টেলিস্কোপটিকে অনন্য করে তুলেছে বলেও দাবি করা হয়। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর