২ ডিসেম্বর, ২০২০ ২২:১৪

কোয়েটায় নৃশংসতা, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ

অনলাইন ডেস্ক

কোয়েটায় নৃশংসতা, পাকিস্তানের সেনাবাহিনীর বিরুদ্ধে বিক্ষোভ

পাশতুন জনগোষ্ঠীর উপর পাকিস্তান সেনাবাহিনীর গুলির ঘটনার প্রতিবাদে কোয়েটায় বেলুচিস্তান প্রাদেশিক পার্লামেন্টের সামনে এক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এই বিক্ষোভের আয়োজন করে পশতুন তাহাফুজ মুভমেন্ট (পিটিএম)।

পিটিএম নেতা মহসিন দাওয়ার এক টুইট বার্তায় জানান, চামানে রাষ্ট্রীয় নৃশংসতার বিরুদ্ধে কোয়েটায় বিক্ষোভ করছে পিটিএম। পাকিস্তানের সেনাবাহিনী চামনে বেসামরিক নাগরিক হত্যার ঘটনা এটাই প্রথম নয়। আমরা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবি জানাচ্ছি। 

পিটিএম নেতা দাওয়ার ছাড়াও গিলগিট-বালতিস্তানের একটিভিস্ট সেনে হাসানান সেরিংও এ ঘটনার নিন্দা জানিয়েছেন। উল্লেখ্য, পাকিস্তানি সেনারা বেলুচিস্তানের চামানে আফগান সীমান্তের কাছে দুই শিশুকে গুলি করে হত্যা করে। 

পশতুন ব্যবসায়ী ও কয়েকজন সীমান্ত কর্মকর্তাদের মধ্যে সংঘর্ষের পর গত রবিবার পাকিস্তানের সেনা সদস্যরা চামান-স্পিন বোলডাক (আফগানিস্তান-পাকিস্তান) সীমান্ত গেট এলাকায় নিরস্ত্র পশতুনদের ওপর গুলি চালায়। সূত্র : এএনআই। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর