নিউইয়র্কের ১০২ বছর বয়সী এক নারী পরপর দুবার করোনাভাইরাসকে জয় করলেন। অ্যাঞ্জেলিনা ফ্রিডম্যান নামের এই নারী ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লুও জয় করেছিলেন। জয় করেছেন ক্যান্সারও।
এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ওই নারীর মেয়ে জোয়ান মেরোলা এসব তথ্য জানিয়েছেন।
অ্যাঞ্জেলিনা ফ্রিডম্যান নিউইয়র্কের মোহেগান লেকের একটি নার্সিংহোমে থাকেন। চলতি বছরের মার্চে তিনি প্রথম করোনায় আক্রান্ত হন।
তার মেয়ে বলছিলেন, ‘আমার মা যখন প্রথমবার করোনায় আক্রান্ত হন তখন তার কোনো উপসর্গই দেখা যায়নি। তবে তার ১০ দিনব্যাপী জ্বর ছিল। এরপর তিনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন। তবে গত অক্টোবরে তিনি আবারও করোনায় আক্রান্ত হন। এবার তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
‘এবার তার প্রচণ্ড জ্বর আসে। সঙ্গে ছিল কাশি। তবে এবারও তিনি করোনা জয় করতে সক্ষম হন। নভেম্বরে সর্বশেষ পরীক্ষায় তার করোনার ফলাফল নেগেটিভ আসে’,-বলেন জোয়ান মেরোলা।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ