যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে সোমবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করেছে ইলেক্টরাল কলেজ। এর কয়েক ঘণ্টা পরই ডেলাওয়ার থেকে ভাষণ দেন বাইডেন। সেই ভাষণে যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট বাইডেন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনের ফল পাল্টে দেওয়ার চেষ্টা চালালেও আইনের শাসন, আমাদের সংবিধান এবং মার্কিন নাগরিকদের ইচ্ছাই জয়ী শেষ পর্যন্ত হয়েছে।
সাবেক এ ভাইস প্রেসিডেন্ট আরও বলেন, গণতন্ত্রের শিখা এই রাষ্ট্রে বহু আগেই প্রজ্জ্বলিত হয়েছিল। আমরা জানি কোনো কিছুই, এমনকি একটা মহামারী কিংবা ক্ষমতার অপব্যবহার সেটিকে নিশ্চিহ্ন করতে পারবে না।
সিএনএন জানিয়েছে, নিজের জয়ের পক্ষে বাইডেন এবারই এতটা সরাসরি ও বিস্তারিতভাবে কথা বলেছেন। নির্বাচনে ফলাফলের বাস্তবতা পাল্টে দিতে বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্প যে প্রচেষ্টা চালিয়েছেন তারও সমালোচনা করেছেন বাইডেন।
বিডি প্রতিদিন/ফারজানা