সাধারণের মনে ভয় কাটাতে করোনা টিকা নেবেন পোপ ফ্রান্সিস। গতকাল শনিবার একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারকালে তিনি জানান, আগামী সপ্তাহেই তিনি ভ্যাকসিন নেওয়ার পরিকল্পনা করছেন। বাকিরাও যাতে শীঘ্রই ভ্যাকসিন নেন, সেই আবেদনও তার।
সংক্রমণ নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করে পোপ আরও বলেন, ‘আমার মনে হয় সকলেরই এই ভ্যাকসিন নেওয়া উচিত। এটাই একমাত্র সঠিক উপায় কারণ আমরা কেবল নিজের জীবন নিয়েই জুয়া খেলছি না, আশেপাশের বাকিদের জীবন নিয়েও খেলা হচ্ছে।
৪৫০জন বাসিন্দা নিয়ে বিশ্বের ক্ষুদ্রতম শহরের প্রধান পোপ ফ্রান্সিস জানান, আগামী কয়েকদিনের মধ্যেই করোনা টিকাকরণ শুরু করা হবে। তিনি বলেন, ভ্যাটিকানে শীঘ্রই টিকাকরণ প্রক্রিয়া শুরু করা হবে। টিকা নেওয়ার জন্য আমি নিজেও নাম লিখিয়েছি। সূত্র : রয়টার্স।
বিডি-প্রতিদিন/শফিক