পাকিস্তানের বেলুচিস্তানে হত্যাকাণ্ডের শিকার শিয়া সম্প্রদায়ের খনি শ্রমিকদের দাফনে অংশ নিলেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান। সম্প্রতি পাকিস্তানের কোয়েটা শহরে এই দাফন অনুষ্ঠানে পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার বাজওয়াও উপস্থিত ছিলেন। খবর পার্সটুডের।
পাকিস্তানে তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএস সন্ত্রাসীরা আজ ওই হত্যাকাণ্ডের দায় স্বীকার করে বলেছে তারা ১১ জন হাজারা শিয়া মুসলমানকে হত্যা করেছে। এরপর কোয়েটায় হাজার হাজার শিয়া মুসলমান বিক্ষোভ প্রদর্শন করেছে এবং তারা সংখ্যালঘু শিয়া মুসলমানদের রক্ষায় পদক্ষেপ নেয়ার জন্য স্থানীয় সরকারের প্রতি আহ্বান জানায়।
উল্লেখ্য, গত ২ জানুয়ারি পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির এই ১১ জন শ্রমিক হত্যাকাণ্ডের শিকার হন। নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। ইসলামের শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থিদের হামলার শিকার হয়েছে।
বিডি-প্রতিদিন/শফিক