সন্ত্রাসবাদের কারণে আন্তর্জাতিক মঞ্চে বহুবার বদনাম হয়েছে পাকিস্তানের, এবার তারাই দাবি করছে যে ভারত নাকি সমর্থন করছে আইএস জঙ্গিদের। আজ রবিবার ডিজিটাল মিডিয়ার পাবলিশার ও ব্রডকাস্টারদের মুখোমুখি হয়ে এমন দাবি করেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। খবর কলকাতা টোয়েন্টিফোরের।
এদিন তিনি আরও বলেন, ‘বেলুচিস্তানের দিকে এতদিন পর্যন্ত পাকিস্তানের কোনও সরকার নজর দেয়নি। কয়েকদিন আগেই মুম্বাই হামলার মাস্টারমাইন্ড জাকিউর রহমান লাকভিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে পাকিস্তানের সন্ত্রাস বিরোধী আদালত।’ তবে ইমরান খানের এমন দাবির সমালোচনা করেছে ভারতীয় মিডিয়া।
বিডি-প্রতিদিন/শফিক