বিজেপির সমালোচনা করতে গিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা মুখার্জী টানলেন ডোনাল্ড ট্রাম্পের প্রসঙ্গ। গেরুয়া শিবিরকে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘ট্রাম্প যেমন হেরে গিয়েও জতে-জিতেছি করছেন, ঠিক তেমনি বিজেপিও হেরে জিতেছি-জিতেছি করছে।’’
সোমবার রানাঘাটের হবিবপুরে এক সভায় তিনি এ কথা বলেন।
মমতা বলেন, ‘‘ভোটের আগে গ্রামে গ্রামে গিয়ে কুৎসা রটাচ্ছে। টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে। টাকা দিলে নিয়ে নিন, হজম করে দিন। ভোট এলেই চাকরি দেয়ার কথা বলে বিজেপি। বিজেপির মিথ্যার জুড়ি নেই।’’
বিডি প্রতিদিন/আরাফাত