বিদেশে গিয়ে অসুস্থ করণ সিং গ্রোভার। সাইবেরিয়ায় গিয়ে অসুস্থ হয়ে সেখানেই আটকে পড়েন বিপাশা বসুর স্বামী। সোমবার এক ভারতীয় সংবাদমাধ্যম এই তথ্য জানিয়েছেন।
'কুবুল হ্যায় ২.০' নামে একটি ওয়েব সিরিজের শুটিংয়ের জন্য সম্প্রতি সাইবেরিয়ায় উড়ে যান করণ সিং গ্রোভার। শুটিং শেষ করে ২৯ ডিসেম্বর সাইবেরিয়া থেকে ফেরার কথা ছিল করণ সিং গ্রোভারের। ভারতে ফেরার আগে কোভিড পরীক্ষা করা হলে, রিপোর্ট পজিটিভ আসে করণের।
এরপরই করণ সিং গ্রোভারসহ আরও বেশ কয়েকজনকে আইসোলেশনে পাঠানো হয়। ফলে ২৯ ডিসেম্বর করণ সিং গ্রোভার ভারতে ফিরতে পারেননি। আইসোলেশনে থাকার সময়সীমা শেষ করে তবেই করণ সিং গ্রোভাররা দেশে ফিরতে পারবেন। যদিও বিপাশা বসুর পক্ষ থেকে এ বিষয়ে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করা হয়নি।
বিডি প্রতিদিন/আরাফাত