ডোনাল্ড ট্রাম্পের বিদায়কালে ক্রমেই বিপত্তি বাড়ছে। মার্কিন ক্যাপিটলে ট্রাম্প-সমর্থকদের হামলার পর আঙুল উঠছে ট্রাম্পের বিরুদ্ধেই। টুইটার আজীবনের জন্য ট্রাম্পের আইডি বন্ধ করে দিয়েছে। এই প্রথম তিনিই কোনও মার্কিন প্রেসিডেন্ট যিনি ক্ষমতায় থাকাকালীনই দুই কক্ষে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।
তার বিরুদ্ধে পদক্ষেপের তালিকা অনেক বড়। তবে বিদায়ী মার্কিন প্রেসিডেন্টকেই অনুসরণ করতে বাধ্য হলেন পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি করোনা রিলিফ প্যাকেজের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের পথেই হাঁটতে চলেছেন। মার্কিন হাউসে প্রস্তাব এসেছিল যুক্তরাষ্ট্রে করোনা আবহে যারা কাজ হারিয়েছেন, তাদের সকলকে ৬০০ ডলার করে ভাতা দেওয়ার। কিন্তু সেই প্রস্তাবে রাজি ছিলেন না ডোনাল্ড ট্রাম্প।
তার দাবি ছিল ৬০০ ডলারের পরিবর্তে ২০০০ ডলার করে বেকারদের ভাতা দিতে হবে। তা সিনেটে পাস হলেও সেই প্রস্তাবে সই না করেই মেলানিয়াকে নিয়ে বড়দিনের ছুটি কাটাতে যান ট্রাম্প। যার ফলে চরম অস্থিতিশীলতার সামনে এসে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র। পরে অবশ্য ৬০০ ডলারের প্যাকেজেই সই করেন ট্রাম্প।
সেই রিলিফ প্যাকেজ সম্পর্কে বাইডেনও ২০০০ ডলার দেওয়ার পক্ষেই রয়েছেন। রবিবার এই হবু প্রেসিডেন্ট জানান, ৬০০ ডলার এতটাই কম যে একজনকে বাড়ি ভাড়া দেওয়া ও খাবার খাওয়ার মধ্যে যে কোনও একটি বিষয়ে ভাবতে হবে। আগামী ২০ জানুয়ারি ৪৬-তম মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নেবেন বাইডেন।
তিনি জানান, তার দল ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে ২০০০ ডলার। ট্রাম্প যখন ২০০০ ডলারের বিল প্রস্তাবের আবেদন জানিয়েছিলেন, তখন বিভিন্ন আন্তর্জাতিক খাতে ভাটা হবে বলে সেই প্রস্তাবনা আটকে ছিলেন রিপাবলিকান সেনেটররাই। এবার সেই একই সমস্যা বাইডেন প্রশাসনেও হয়, নাকি সবটা সামলাতে সক্ষম হবেন নতুন প্রেসিডেন্ট, এটাই এখন দেখার।
সূত্র : টিভি নাইন।
বিডি-প্রতিদিন/শফিক