ইন্দোনেশিয়ার আগ্নেয়গিরি মাউন্ট সেমেরু ভয়ঙ্করভাবে জেগে উঠেছে। আকাশে প্রায় ৫.৬ কিলোমিটার উচ্চতা পর্যন্ত উঠে যায় আগ্নেয়গিরির ধোঁয়া। স্থানীয় মানুষের মধ্যে প্রবল আতঙ্কের সৃষ্টি হয়েছে।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, আগ্নেয়গিরি জেগে ওঠায় এখনও পর্যন্ত কোনও মৃত্যুর খবর মেলেনি। তবে কর্তৃপক্ষ স্থানীয়দের সতর্ক করে বলেছে, অগ্ন্যুৎপাতের আশঙ্কা রয়েছে। এমনকি নেমে আসতে পারে লাভাস্রোতও।
কুরাহ কোবোকান নদী অববাহিকার বাসিন্দাদের সম্ভাব্য "কোল্ড লাভা" কাদা প্রবাহের দিকে নজর রাখার জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়াও আগ্নেয়গিরির উপাদানের সাথে তীব্র বৃষ্টিপাত শুরু হতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় দুর্যোগ প্রশমন সংস্থা (এনডিএমএ)।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ