২০ জানুয়ারি, ২০২১ ১৮:৫৪

বাইডেনের সরকারি ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভূত বিনয়

অনলাইন ডেস্ক

বাইডেনের সরকারি ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভূত বিনয়

ইনসেটে বিনয়

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনে একের পর এক ভারতীয় বংশোদ্ভূতের নাম উঠে আসছে শিরোনামে। কেউ তার মন্ত্রিসভায়, কেউ উপদেষ্টামণ্ডলীতে। সেই তালিকায় এবার যক্ত হলো আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। তিনি বিনয় রেড্ডি।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, প্রেসিডেন্ট হিসাবে বাইডেন প্রধান বিচারপতি জন রবার্টসের কাছে শপথ নেওয়ার পর জো বাইডেন প্রথম যে সরকারি ভাষণটি দেবেন সেটি বিনয়ের লেখা। ক্যাপিটলের ওয়েস্ট ফ্রন্টে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বৃহস্পতিবার দুপুর ১২টায় তার প্রথম সরকারি ভাষণ দেবেন নতুন এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট বাইডেনের ২০ থেকে ৩০ মিনিটের সেই ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডি। আনন্দবাজার পত্রিকা বলছে, বিনয়ের জন্ম ও বেড়ে ওঠা ওহায়োর ডেইটনে। এর আগে যুক্তরাষ্ট্রের কোনও প্রেসিডেন্টের শপথগ্রহণের পর দেওয়া ভাষণ লেখার সুযোগ পাননি আর কোনও ভারতীয় বংশোদ্ভূত। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর