ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে তার দেশ ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়, উপহার হিসেবে করোনাভাইরাসের টিকা পাঠানো তারই প্রকাশ।
ভারত সরকারের উপহারের ২০ লাখ ডোজ টিকা বৃহস্পতিবার ঢাকায় পৌঁছানোর পর এক টুইটে তিনি এ মন্তব্য করেন।
তিনি লিখেছেন, “ভারত-বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, ভ্যাকসিন মৈত্রী সে কথাই পুনর্ব্যক্ত করছে।”
ওই টুইটে দুটি ছবি যুক্ত করে করোনাভাইরাসের টিকা বহনকারী এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজের ঢাকায় অবতরণের খবরও দেন জয়শঙ্কর।
বিডি প্রতিদিন/আরাফাত