২৬ জানুয়ারি, ২০২১ ০৭:২৮

আজারবাইজানকে সহযোগিতার বড় ঘোষণা ইরানের

অনলাইন ডেস্ক

আজারবাইজানকে সহযোগিতার বড় ঘোষণা ইরানের

ককেশাস অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় আজারবাইজানের সঙ্গে কাজ করতে বড় ঘোষণা দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, সম্ভাব্য প্রতিটি ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করতে তেহরান প্রস্তুত রয়েছে।

সোমবার বাকুতে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে সাক্ষাতে এ প্রস্তুতির কথা ঘোষণা করেন তিনি। সেখানে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজারবাইজান, রাশিয়া, আর্মেনিয়া, জর্জিয়া ও তুরস্কে ধারাবাহিক সফরের প্রথম পর্যায়ে স্বাগতিক দেশের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, সম্প্রতি নাগরনো-কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধে জয়লাভ করায় আজারবাইজানকে অভিনন্দন জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বাকুর সঙ্গে ইরানের দ্বিপক্ষীয় সহযোগিতা শক্তিশালী করার ওপরও গুরুত্ব আরোপ করেন।

সূত্র : পার্সটুডে।

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর