২৬ জানুয়ারি, ২০২১ ০৯:২০

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ট্রেজারি সেক্রেটারি জ্যানেট

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ট্রেজারি সেক্রেটারি জ্যানেট

যুক্তরাষ্ট্রের প্রথম নারী ট্রেজারি সেক্রেটারি হিসেবে দায়িত্ব গ্রহণ করছেন জ্যানেট ইয়েলেন। সিনেট ভোটে জ্যানেটের নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংকে ২০১৪ থেকে ২০১৮ পর্যন্ত প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন জ্যানেট। প্রধান হিসেবে দায়িত্বগ্রহণের আগে এক দশক বোর্ড মেম্বার হিসেবে দায়িত্ব পালন করেছেন, এর মধ্যে চার বছর ছিলেন ভাইস চেয়ার। 
২০১৪ সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের প্রধান হিসেবে জ্যানেটকে বেছে নেন সাবেক ডেমোক্রেট প্রেসিডেন্ট বারাক ওবামা। রীতি মেনে তাকে দ্বিতীয়বারের মতো দায়িত্বপালনের সুযোগ দেননি সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এবার নতুন ডেমোক্রেট প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পেলেন তিনি। মহামারীতে জো বাইডেন প্রশাসনের আর্থিক বিষয়ে পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করবেন জ্যানেট। করোনা সবচেয়ে বেশি মৃত্যু ও সংক্রমণের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। অর্থনীতি পুনরুদ্ধারে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেশটি।

সূত্র: বিবিসি

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর