২৬ জানুয়ারি, ২০২১ ১৩:১৫

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ শুনতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি

অনলাইন ডেস্ক

ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ শুনতে সুপ্রিম কোর্টের অস্বীকৃতি

ক্ষমতায় নেই তাই সদ্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ শুনবেন না মার্কিন সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় সোমবার মার্কিন সুপ্রিম কোর্ট এ অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বিদেশি সরকার থেকে মুনাফা করতে পারবেন না। এ বিষয়ে দেশটির সংবিধানে বিধি আছে। বিধিটি ট্রাম্প লঙ্গন করেছেন কী না- সে বিষয়েই অভিযোগটি তোলা হয়েছিল।

মার্কিন সুপ্রিম কোর্ট অভিযোগ শুনতে শুধু অস্বীকৃতি জানিয়েছেন, তা নয়।  ট্রাম্পের বিরুদ্ধে দেওয়া মতামত মুছে ফেলতে নিম্ন আদালতকেও নির্দেশ দিয়েছেন। কারণ ট্রাম্প আর ক্ষমতায় নেই।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রে সাধারণত সাবেক প্রেসিডেন্টদের বিচার হয় না। যদিও ট্রাম্পের ক্ষেত্রে এর ব্যত্যয় ঘটছে। তাকে চলতি জানুয়ারি মাসেই দ্বিতীয়বারের মতো অভিসংশিত করে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। এবার সিনেটে তাকে অভিসংশনের প্রক্রিয়া শুরু হয়েছে। 

গত নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল মানতে না পারলেও গত ২০ জানুয়ারি হোয়াইট হাউজ ছেড়ে চলে যান ট্রাম্প। একই দিন ক্ষমতাগ্রহণের পর পুরোদমে কাজ চালিয়ে যাচ্ছে জো বাইডেন প্রশাসন।   

বিডি প্রতিদিন/ফারজানা

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর