স্কটল্যান্ডে গলফ ক্লাব ক্রয় করেছিলেন সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্প্রতি ট্রাম্পের সম্পত্তির উৎস নিয়ে তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে স্কটল্যান্ডে। আর এতে ক্ষিপ্ত ট্রাম্প পুত্র এরিক।
স্কটল্যান্ডের ট্রাম্পের সেই সম্পত্তির উৎস নিয়ে তদন্ত করা হবে কী না তার ওপর ভোট দেবে স্কটল্যান্ডের সংসদ সদস্যরা। স্কটল্যান্ডের রাজনৈতিক দল স্কটিশ গ্রিন পার্টি এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছে। স্কটিশ সরকার বলেছে, তদন্তের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লর্ড অ্যাডভোকেটরা।
এরিক ট্রাম্প স্কটল্যান্ডের এমন উদ্যোগে ক্ষিপ্ত। তার মতে, এমন উদ্যোগে বিদেশি বিনিয়োগকারীরা স্কটল্যান্ডে বিনিয়োগে নিরুৎসাহিত হবেন। এরিক ট্রাম্প অরগানাইজেশনের ট্রাস্টি ও নির্বাহী ভাইস প্রেসিডেন্ট। তিনি বলেন, এ কঠিন সময়ে স্কটল্যান্ডের রাজনীতিবিদদের জীবন রক্ষা ও ব্যবসায়িক কার্যক্রম চালুর বিষয়ে উদ্যোগ নেওয়া উচিত। কিন্তু তারা ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়ন নিয়ে ব্যস্ত। স্কটিশ অর্থনীতিতে ট্রাম্পের সংস্থা শত শত মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। হাজার হাজার চাকরির সুযোগ তৈরি করেছে। দেশটির অবকাশ ও পর্যটন শিল্পে উল্লেখযোগ্য অবদান রেখেছে।
বিডি প্রতিদিন/ফারজানা