তিনি বলেছেন, ‘আমি ভারত সরকারকে দেশে গণতন্ত্র নিশ্চিত করার জন্য অনুরোধ করছি। বিক্ষোভকারীরা যাতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে পারেন, তাদের ইন্টারনেট এবং সাংবাদিকদের সঙ্গে কথা বলার অধিকার নিশ্চিত করুন।’
উল্লেখ্য, মোদি সরকার প্রণীত বিতর্কিত তিনটি কৃষি আইন নিয়ে ভারতের কৃষকরা কয়েক মাস ধরে বিক্ষোভ করছেন। এ নিয়ে দেশীয় ও আন্তর্জাতিক চাপ বাড়ছে ভারতের উপর। অনেক দেশের রাষ্ট্রপ্রধান ও প্রভাবশালী তারকা এতে সমর্থন জানিয়েছেন।
সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
বিডি-প্রতিদিন/শফিক