ব্রিটিশ রাজপুত্র হ্যারি ও তার স্ত্রী মেগানের সংসারে যোগ হচ্ছে আরও এক সদস্য। তাদের মুখপাত্রের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি। মুখপাত্র জানিয়েছেন, দ্বিতীয় সন্তানের আগমনের খবরে তারা রোমাঞ্চিত।
হ্যারি ও মেগানের প্রথম সন্তানের নাম আর্চি মাউন্টব্যাটেন-উইন্ডসোর। গত মে মাসে প্রথম জন্মবার্ষিকী পালন করেছে ব্রিটিশ রাজপরিবারের কনিষ্ঠ এই সদস্য। এবার বড় ভাই হতে যাচ্ছে আর্চি।
বাকিংহাম প্যালেসের মুখপাত্র জানিয়েছে, ব্রিটিশ রানি ও ডিউক অব এডিনবার্গ প্রিন্স অব ওয়ালেস এবং রাজপরিবারের সদস্যরা নতুন অতিথির খবর পেয়ে আনন্দিত এবং তারা শুভকামনা জানিয়েছেন।
হ্যারি ও মেগানের দ্বিতীয় সন্তান ব্রিটিশ সিংহাসনের অষ্টম উত্তরাধিকারী।
বিডি প্রতিদিন/ফারজানা