সুউচ্চ পাহাড়ে অপারেশন পরিচালনার জন্য সেনা ও কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছে ভারতীয় সেনাবাহিনী। জম্মু ও কাশ্মীরের গুলমার্গে ওয়ারফেয়ার স্কুলে (এইচওএস) এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
সেনা কর্মকর্তাদের মতে, চ্যালেঞ্জিং তুষারভূমিতে সফল উদ্ধার অভিযানের জন্য সৈন্যদের সর্বশেষ আকৃতির সরঞ্জাম দিয়ে নতুন কৌশল প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অত্যন্ত কঠোর আবহাওয়ায় মসৃণ অপারেশন নিশ্চিত করতে সৈন্যদের প্রশিক্ষণ দেওয়া হয়। এইচওএস এক বছরে কমপক্ষে ৫৪০ জন সৈন্যকে প্রশিক্ষণ দেয়।
বুধবার এইচওএসের সিনিয়র প্রশিক্ষক লেফটেন্যান্ট কর্নেল দীপঙ্কর হামালিয়ান জানান, সেনাবাহিনী, আধা সামরিক বাহিনী এবং বন্ধুত্বপূর্ণ দেশগুলোর কর্মীদের অতি উচ্চতায় ও হিমবাহ এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়। এখন পর্যন্ত এইচওএস-এ দুটি কোর্স প্রদান করা হয়, একটি হচ্ছে শীতকালীন যুদ্ধ সিরিজ, যার অধীনে মৌলিক এবং উন্নত কোর্স প্রদান করা হয়। এছাড়া মৌলিক এবং উন্নত কোর্স অন্তর্ভুক্ত। একবার একজন ব্যক্তি সব কোর্স সম্পন্ন করলে, তাকে মাউন্টেন ওয়ারিয়র্স নামে পরিচিত হয়। তাদের প্রশিক্ষণ সম্পন্ন করার পর তারা তাদের নিজ নিজ ইউনিটে ফিরে যায় এবং তাদের সহকর্মী সৈন্যদের প্রশিক্ষণ দেয়।
সূত্র: দ্য ইকোনমিক টাইমস