স্বর্ণের আন্তর্জাতিক বাজারে দাম পড়েছে। এর ফলস্বরূপ ভারতেও এদিন সোনার দাম কমেছে। ডলারের তুলনায় কিছুটা শক্তিশালী হয়েছে টাকা। তারও প্রভাব পড়েছে সোনার দামের ওপর। খবর হিন্দুস্তান টাইমস এর।
এদিন দিল্লিতে দাম কমে ১০ গ্রাম সোনার দাম ৪৬,৮২৬ রুপি। তবে ৬৪৬ রুপি দাম বেড়েছে রুপার। এক কেজি রুপার দাম বেড়ে হয়েছে ৬৯,০৭২ রুপি। এদিন ডলারের তুলনায় রুপি শক্তিশালী হয়েছে। এক ডলার মূল্য হয়েছে ৭২.৬১ রুপি। আন্তর্জাতিক বাজারে এক আউন্স সোনার দাম হয়েছে ১৮১৯ ডলার। অন্যদিকে রুপোর দাম হয়েছে আউন্স পিছু ২৭.৪৮ ডলার।
বিডি-প্রতিদিন/শফিক