জিমি লাই-এর জামিন আবেদন প্রত্যাখ্যান করেছেন হংকংয়ের আদালত। তার পক্ষে গত সপ্তাহে জামিন আবেদন করা হয়েছিল। কিন্তু মঙ্গলবার তা প্রত্যাখ্যান করেছেন হাইকোর্টের বিচারপতি অ্যান্থিয়া পাং। যে আইনের অধীনে জিমি লাইকে অভিযুক্ত করা হয়েছে তা নিয়ে বেইজিং এবং হংকংয়ের প্রচলিত আইনের মধ্যে বিরোধ আছে। খবর রয়টার্সের।
আদালত থেকে বলা হয়েছে তিনি জামিনে মুক্ত হয়ে একই রকম আরো অপরাধ করতে পারেন এমন ঝুঁকি আছে।
উল্লেখ্য, চীনের চাপিয়ে দেয়া বহুল বিতর্কিত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে জিমি লাইয়ের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এ অভিযোগে অভিযুক্ত হিসেবে তিনি একজন হাই-প্রোফাইল আসামি।
বিডি প্রতিদিন/হিমেল