২৭ ফেব্রুয়ারি, ২০২১ ১৮:৩৭

হাইতিতে বন্দি ও নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ, কারা পরিচালকসহ নিহত ২৫

অনলাইন ডেস্ক

হাইতিতে বন্দি ও নিরাপত্তা বাহিনীর তুমুল সংঘর্ষ, কারা পরিচালকসহ নিহত ২৫

হাইতির একটি কারাগার ভেঙে পালাল ৪শ’র বেশি কয়েদি। তুমুল সংঘর্ষে কারাগারের পরিচালক এবং প্রভাবশালী একটি অপরাধী চক্রের হোতাসহ প্রাণ গেছে কমপক্ষে ২৫ জনের। ক্যারিবীয় এই দেশে গত এক দশকের সবচেয়ে ভয়াবহ ঘটনা এটা। খবর ডয়চে ভেলের।

জানা গেছে, এ ঘটনায় ৬০ জনকে পুনরায় আটক করতে পেরেছে নিরাপত্তা বাহিনী। শুক্রবার উত্তর-পূর্বাঞ্চলীয় পোর্ট-অ-প্রিন্সের ক্রোইক্স-দেজ-বুকেটস বেসামরিক কারা কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করে। যদিও দেশটির ইতিহাসে এক দশকের সবচেয়ে ভয়াবহ এ সংঘাতের ঘটনাটি ঘটে বৃহস্পতিবার।

কারাবন্দি গ্যাং লিডার আর্নেল জোসেফকে মুক্ত করার লক্ষ্যে জেলটিতে অভিযান চালায় তার অধীনস্তরা। ২০১৯ সালে গ্রেফতারের আগ পর্যন্ত জোসেফ ছিলেন হাইতির ‘মোস্ট ওয়ান্টেড’ পলাতক। ধর্ষণ, অপহরণ, হত্যাসহ অসংখ্য অভিযোগ আছে তার বিরুদ্ধে। এদিকে পালানোর পরদিন একটি নিরাপত্তা চৌকিতে বন্দুকযুদ্ধে নিহত হন তিনি। ২০১৪ সালেও একই কারাগার থেকে পালায় ৩শ’র বেশি কয়েদি। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর