২৮ ফেব্রুয়ারি, ২০২১ ০৮:৪১
খবর মিরর'র

স্কুলে 'কুরুচিকর' পোশাক পরে আসায় বাড়ি পাঠিয়ে দেওয়া হল ছাত্রীকে!

অনলাইন ডেস্ক

স্কুলে 'কুরুচিকর' পোশাক পরে আসায় বাড়ি পাঠিয়ে দেওয়া হল ছাত্রীকে!

ক্যারিস-ক্রিস উইলসন

পোশাক ‘রুচিশীল’ নয়, এই কারণে স্কুল থেকে বাড়ি পাঠিয়ে দেওয়া হল ১৭ বছরের এক ছাত্রীকে। ছাত্রীর বাবা এই ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করেছেন। ছবিসহ গোটা ঘটনার বিবরণ তুলে দিয়েছেন ফেসবুকে। তার দাবি, যথেষ্ট ভদ্রবেশেই স্কুলে গিয়েছিল তার মেয়ে। স্কুলের এই ব্যবহার মেনে নেওয়া যায় না। 

এই ঘটনা ব্রিটিশ কলম্বিয়ার ক্যামলুপস শহরের। ক্রিস উইলসনের ১৭ বছরের মেয়ে ক্যারিস কাঁদতে কাঁদতে বাড়ি ফেরে। তার পোশাক অন্তর্বাসের মতো দেখাচ্ছে বলে তাকে বাড়ি পাঠিয়ে দিয়েছিল স্কুল। ক্যারিস সাদা ফুলহাতা টপ এবং তার ওপর ফিতার কাজ করা হাঁটু পর্যন্ত ঝুলের কালো পোশাক পরেছিল। তার বাবা ক্রিস বলছেন, পোশাক যথেষ্টই ভদ্রসভ্য ছিল। শুধু ফিতার ডিজাইনের জন্য 'অন্তর্বাস' বলার কোনও মানে হয় না। 

ক্রিস বলছেন, এটা হওয়া উচিত ছিল না। তিনি অভিযোগ জানালে স্কুলের তরফ থেকে বলা হয়, তারা কিছুটা পুরানোপন্থী। তবে এতেও রাগ কমেনি ক্রিসের। ফেসবুকে ছবি ও ভিডিও শেয়ার করে লিখেছেন, আমি আমি হতাশ, আহত হয়েছি। ওই স্কুলের নিয়ম নিয়ে আমি খুবই বিরক্ত।

 

বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর